ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ দিন ব্যাপি নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি মর্যাদার সাথে পালন করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্যও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো. লোকমান হোসেন এর সভাপত্বিতে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ৫ লাখ টাকার চেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৯ জনের মধ্যে বিতরণ করেন।
উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার, ভাঙ্গুড়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অপর দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপত্বিতে এক আলোচনা সভা অন্তে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ