পাবনার ঈশ্বরদীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ আগস্ট) দুপুরে পৌর শহরের রেলগেট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি।
এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসি মালিককে ২০ হাজার, কনফেকশনারি মালিককে হাজার ও মুদি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শহরের রেলগেটের আল-মদিনা ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা, সোহেল কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রির অভিযোগে দুই হাজার ও মূল্য তালিকা না থাকায় পুরাতন বাজার মুদি দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা করা হয়।
এ বিষয়ে মাহমুদুল হাসান রনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য সামগ্রী মানবদেহের জন্য ক্ষতিকর। সেজন্য ফার্মেসি ও কনফেকশনারি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দোকানে মূল্য তালিকা না টাঙিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে।
0 মন্তব্যসমূহ