সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় আ'লীগের সমাবেশে না যাওয়ায় বেদম মারপিট, আহত- ৪




মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় বিক্ষোভ সমাবেশে না যাওয়ায় বসতবাড়িতে গিয়ে বেদম মারপিট করে মহিলাসহ চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 


রোববার সকালে নাগডেমড়া ইউপি'র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামের ইউনুছ (৬৫), আঃ মতিন (৬০), ইউসুফের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মতিনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম জানান, গত শুক্রবার সকালে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে কে বা কারা হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। 

এরই প্রতিবাদে শনিবার বিকেলে নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে তারা উপস্থিত না হওয়ায় রোববার সকালে হারুনের লোকজন কাদেরের নেতৃত্বে সাদ্দাম, মন্জু, ফিরোজসহ প্রায় ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমার স্বামী ও ভাশুরের নাম ধরে ডাকে। 


তারা এগিয়ে গেলে সমাবেশে কেন যাসনি, এই বলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেদম মারপিট করে রক্তাক্ত করে। পরে আমার স্বজনেরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদা বেগম। 


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ