সর্বশেষ

6/recent/ticker-posts

রূপপুরে বিশেষ ক্রেন স্থাপন




 পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ৩৬০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ক্রেন স্থাপন সম্পন্ন হয়েছে। এটি স্থাপন করা হয়েছে +৪৭.৫০ মিটার এলিভেশনে। শনিবার প্রকল্প সূত্র এ তথ্য জানায়।


জানা গেছে, ২২৫ টন ওজনের ট্রেসেল ক্রেন রাশিয়ায় তৈরির পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সাইটে সম্প্রতি আনা হয়। এই ক্রেনের অংশগুলো সংযোজনের কাজ সম্পন্ন করা হয় প্রকল্প সাইটেই।


রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর এনপিপি নির্মাণকাজের পরিচালক আলেক্সি দেইরি জানান, বিদ্যুৎকেন্দ্রটি চলাকালে অত্যন্ত ভারী যন্ত্রপাতি এবং জ্বালানি লোডিং ও রিলোডিংয়ের জন্য এই বিশেষ ক্রেন ব্যবহার করা হবে। 


প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। এই প্রকল্পে দুটি ইউনিট স্থাপন করা হবে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রতি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিঅ্যাক্টর, যেগুলো আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। 


আগামী মাসের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে বলে আশা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ