সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় মহাসড়ক অবরোধ করে ইলিয়াস হত্যার বিচার দাবি

 


পাবনা সদর উপজেলার গয়েশপুরে ইলিয়াস হোসেন (২৮) নামে এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।


শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার জালালপুরের নতুনপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নেয়।


এর আগে জুমার নামাজের পর পরই আশপাশের মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নতুনপাড়ার মহাসড়কে জড়ো হয় এলাকাবাসী। দুপুরে সোয়া ২টার দিকে তারা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে যান। একপর্যায়ে দুই পাশের যানবাহন আটকে দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে অসংখ্য যানবাহন আটকা পড়ে। অবরোধের একপর্যায়ে বৃষ্টি শুরু হলেও বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী অবরোধ চালিয়ে যায়। 


এলাকাবাসীর অভিযোগ, ইলিয়াস এলাকায় খুবই ভালো ছেলে হিসেবে পরিচিত। সে কোনো সন্ত্রাসী বা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। কিন্তু তাকে যেভাবে দুই হাত-পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাতে এলাকাবাসী ক্ষুব্ধ। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।


মহাসড়ক অবরোধের প্রায় দুই ঘণ্টার মাথায় গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই উপস্থিত হন। এর কিছুক্ষণ পরেই পুলিশেরও একটি দল উপস্থিত হয়। পরে বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।


এ ব্যাপারে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তারা অবরোধ তুলে নিয়েছে, যানবাহন চলাচল করছে।


প্রসঙ্গত, গত রোববার (৩০ জুলাই) দুপুরে পাবনা শহরে ব্যবসায়িক কাজের কথা বলে বাড়ি থেকে বের হন ইলিয়াস হোসেন। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন সোমবার  (৩১ জুলাই) সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা এলাকার রাস্তার পাশে ইলিয়াসের দুই হাত-পা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। 


নিহত ইলিয়াস হোসেন পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ