রাজশাহীতে সমাবেশ উপলক্ষে পাবনায় প্রচারপত্র বিলি করছেন বিএনপির নেতাকর্মীরা। এতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
শুক্রবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে পাবনা পৌরশহরের অদূরে হাজিরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাজশাহীর বিএনপির সম্মেলন ঘিরে প্রচারপত্র বিলি করতে আরিফপুর হাজিরহাটে যান নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাল্টা হামলা চালিয়ে পনি বিশ্বাস নামে এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করেন। তিনি জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির ছোট ভাই।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা প্রচারপত্র জোরপূর্বক দেওয়ার চেষ্টাকালে আমরা বাধা দেই। এ সময় সামান্য বাগবিতণ্ডা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ২৮ জুলাই বিএনপির রাজশাহীর সম্মেলন উপলক্ষে নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করতে পৌরশহরের অদূরে আরিফপুর হাজিরহাট এলাকায় যান। সেখানে প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের প্রচারপত্র বিলি নিয়ে ঝামেলা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে শুনেছি। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসের ছোট ভাই পনি বিশ্বাসের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ