সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় এক সঙ্গে দুই শিশু নিখোঁজ

 



পাবনা অফিস : পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দড়সারদিয়ার গ্রামের মোঃ ফারুক মৃধার ছেলে সাকিল (১৩) ও একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে আজিম (১১) নিখোঁজ রয়েছে। 


এ ঘটনায় নিখোঁজ শিশুদের বাবারা পাবনার আতাইকুলা থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি জিডি করেছেন।


এবিষয়ে নিখোঁজ সাকিলের পিতা মোঃ ফারুক মৃধা জানান, গত সোমবার ১৭ জুলাই দুপুর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আত্মীয়-স্বজন সহ এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাইনি। সাকিল এর বর্ণনা গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের গায়ে হাফহাতা শার্ট ছিল। 


আজিমের পিতা মোঃ দেলোয়ার হোসেন জানান, আজিমের বর্ণনা গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমণ্ডল গোলাকার হালকা-পাতলা গঠনের গায়ে হাফহাতা শার্ট ছিল। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ