বার্তা সংস্থা পিপ, পাবনা : ডেঙ্গু রোগ প্রতিরোধে পাবনায় সপ্তাহব্যাপী প্রচারণা সপ্তাহ শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২৬ জুলাই বুধবার সকালে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান সিভিল সার্জন অফিসের সামনে এই প্রচারণার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এর আগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে শহরে র্যালী বের করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার খাইরুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সালেহ মোহাম্মদ আলী, বাংলা টিভির স্টাফ রির্পোটার এস এম আলমসহ বিভিন্ন স্কুল কলেজ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ