শতকরা মুসলমান ৯৭.১৮, হিন্দু ২,৫৫ খ্রিস্টান ০.২২ , অন্যান্য ০.০৪ জন। স্বাক্ষরতার হার ৭০.৩৮। জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ২২৫ জন। খানা ৭ লক্ষ ৪৩ হাজার ৫৫৭ । খানার আকার ৩.৯১। বাসগৃহ ৬ লক্ষ ৯৮ হাজার ৮৯ টি।
সোমবার সকালে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ এ “জনশুমারি ও গৃহ গণনা ২০২২ অনুযায়ী পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক এসব তথ্য জানাযায়।
এদিনে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যে নিয়ে উদযাপিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপাস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা। প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাবনা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক উজ্জল কুমার দাস।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনর সভাপতিতে সভায় অংশ গ্রহন করেন- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডা. নাজমুস সাকিব, প্রোগ্রামার সজিব সরকার, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এডি মাজহারুল হক, বিআরটিএ‘র এডি মো. আব্দুল হালিম, জনশক্তি কর্মকর্তা আখলাখ উজ জামান, পানি উন্নয়ন বোর্ডের এডি মোশারোফ হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান সৌমী প্রমূখ।
0 মন্তব্যসমূহ