মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : পাবনার সাঁথিয়ায় বই বিতরণের প্রথম দিনে বনগ্রাম সমশের আলী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে অফিস চলাকালীন সময়ে অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের মারপিট ও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা।
এ সময় তারা শিক্ষার্থীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিসহ অফিসের চেয়ার টেবিল ভাংচুরও করেছে। দুষ্কৃতকারীরা এ সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে আতাইকুলা থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে ৭ নামীয় ও অজ্ঞাত আর ১০-১১ জনকে আসামী করে আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (০১ জানুয়ারী) বই উৎসবের কার্যক্রম চলা অবস্থায় বামনডাঙ্গা গ্রামের আব্দুল জলিল, নিশান আলী, ইসহাক আলী, ইমরুল আলী, পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের আব্দুল লতিফ, জাকির হোসেন, মনজেল হোসেনসহ অজ্ঞাত আরও ১০/১১জন লোক সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে শিক্ষকদের মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পরলে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
এ সময় প্রতিবাদ করলে পরিচালক আবু আল সাইদসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখে দুর্বৃত্তরা। পরে আতাইকুলা থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে পুলিশ, র্যাব-১২ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, ওদের জমির মালিকানা নিয়ে সমস্যা। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ