উপজেলা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ‘ছায়াকুঞ্জ’ নামের পৌর শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ পার্কটির শুভ উদ্বোধন করা হয়।
ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে পৌর শহরের ঐতিহ্যবাহী বড়াল ফুটবল খেলার মাঠের পূর্ব দিকে ও হাজী গয়েজ উদ্দীন মহিলা ফাজিল মাদ্রাসা পুকুর ঘিরে এই শিশুপার্কটি গড়ে তোলা হয়েছে।
ঐতিহাসিক বড়াল ফুটবল খেলার মঠে পৌরসভার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য শেষ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষনা করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়ায় শরীক হন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী সকল শহীদ ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।
তিনি তাঁব বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনার হাত ধরেই অভাবনীয় উন্নয়ন হয়েছে, আগামীতেও আরও অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
বড়ালব্রিজ খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়রও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাস্টার, সাবেক পৌর মেয়র ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ মাহবুব-উল-আলম বাবলু, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আফিয়া সুলতানা আখি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিস রন্জু, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই সিদ্দিকী বাচ্চু, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সনৎ কুমার কর্মকার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামীলীগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল হাসান বিপ্লব পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খান পৌর সভার সচিব উত্তম কুমরা, হিসাবরক্ষক নাজমুল হুদা কালুসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সকল জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও গণমাধ্যম কর্মী বৃন্দ।
এ পার্কটিতে শিশুদের চিত্তবিনোদনের জন্য দোলনা, নাগরদোলা, রেলগাড়ীসহ বিভিন্ন ধরনের রাইডার স্থাপন করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' নামক ইতিহাস বিষয়ক কর্নার রয়েছে । পার্কটি প্রবেশ মুল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ