পাবনায় শীতের তীব্রতা না কমলেও তিনদিন পর বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১০টার পর দেখা মিলেছে সূর্যের। এতে জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। পাবনাসহ দেশের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ জেলায় সকাল থেকে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যা থেকেই শীতের তীব্রতা আবার বাড়তে থাকে। তবে উত্তরের হিমেল হাওয়া কিছুটা কেমেছে। রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (০৬ জানুয়ারি) পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে। তখন শৈত্যপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি ঘটবে। তবে শীতের অনুভূতি থাকবে।
0 মন্তব্যসমূহ