সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধে অটোরিক্সা-ভ্যান চালকদের বিক্ষোভ



পাবনায় মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ তুলে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্গত টেবুনিয়া রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।  

মঙ্গলবার (১০ জানিুয়ারি) টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ রাস্তায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, রাস্তায় রিক্সা-ভ্যান নিয়ে বের হলেই হাইওয়ে পুলিশ তাদের নানান ভাবে হয়রানি করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে না পারলে নানান অজুহাতে মামলা দেয়। পুলিশ চাবি কেড়ে নিয়ে কাগজপত্র চায়। অনুনয় বিনয়েও ছাড়ে না। পরে মামলা দিয়ে দেয়। একটি মামলা দিলে প্রায় ২৬শ টাকা জরিমানা গুনতে হয়। কখনও কখনও হাইওয়ে পুলিশের কেউ কেউ ঘুষের টাকা দাবি করে, না দিলে নানা ভোগান্তিতে ফেলে বলে দাবি করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, অটো ভ্যান-রিকশা চালকরা শ্রমজীবী মানুষ। তারা বিভিন্ন এনজিও থেকে কিস্তি নিয়ে ভ্যান-রিক্সা কিনে রাস্তায় নামেন দুটো টাকা উপার্যন করে সংসার চালানোর জন্য অথচ হাইওয়ে পুলিশ তাদের ধরে মোটা টাকা জরিমানা করেন। এ জরিমানার টাকা দিতে কোন না কোন মানুষের নিকট হাত পাততে হয় তাদের। এতে থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন এবং দরিদ্র শ্রমজীবী মানুষদের হয়রানি বন্ধে পদক্ষেপ চান তারা। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তোসলিম হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মো: মুনতাজ আলী, পাবনা জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো: ফোরকান আলী, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আব্দুল করিম, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ আবুল হোসেন, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম হাশেম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: বাকী বিল্লাহ।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ