সর্বশেষ

6/recent/ticker-posts

অন্যের জমি দখলের চেষ্টা, পাবনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 


পাবনা প্রতিনিধি : পাবনায় জোর করে অন্যের জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগে সাকিরুল ইসলাম রনি নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শালগাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মৃত খায়রুল ইসলামের স্ত্রী মোছা. ছাবেরা সুলতানা ২০০৩ সালে বিদেশ চলে যান। শহরের মধ্যে তাঁর ওয়ারিশদের ১৪ কাঠা জমি রয়েছে। জমির ভুয়া কাগজপত্র তৈরি করে ছাত্রলীগ নেতা রনিসহ অন্যরা নিজেদের দাবি করে তা দখল করার চেষ্টা করে আসছিল। গত সোমবার জমির ওয়ারিশরা নিজেদের নামের সাইনবোর্ড টাঙিয়ে দেন।

এ খবর জানার পর গতকাল দুপুর পৌনে ১২টার দিকে রনিসহ পাঁচ-ছয়জন ওই সাইনবোর্ড ভাঙচুর ও ৫০ লাখ টাকা চাঁদা দবি করে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ছাবেরা সুলতানার বোনের ছেলে সোহেল আহম্মেদ পাবনা সদর থানায় মামলা করলে পুলিশ রনিকে গ্রেপ্তার করে।

মামলার বাদী ছাবেরা সুলতানার ভাগনে সোহেল আহম্মেদ বলেন, শেখ রনি ভুয়া কাগজ তৈরি করে আমার জমি দখল করার চেষ্টা করছিল। 

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, রনির সঙ্গে এখন যুবলীগের সম্পর্ক নেই। গত বছরের সেপ্টেম্বরে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ