মনসুর আলম খোকন, সাঁথিয়া: পাবনার সাঁথিয়ায় ৫ বছরের শিশুকে বলৎকারের মামলায় সাগর আহম্মেদ (১৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম করমজা গ্রামের মিজানুর রহমানের বাঁশবাগানে এ ঘটনা ঘটে। সাগর আহম্মেদ একই গ্রামের মনসুর খাঁর ছেলে।
ভুক্তভোগি শিশুর বাবা জানান, শনিবার দুপুরে আমার শিশুছেলে বাড়ির পাশে মেহগনি বাগানে প্রতিবেশী ছেলেদের সাথে খেলাধুলা করছিল। এ সময় সাগর আহম্মেদ আমার ৫ বছরের শিশু ছেলেকে পেয়ারা দেওয়ার কথা বলে কৌশলে প্রায় এক ’শ গজ দূরে বাঁশবাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক বলৎকার করে।
ভুক্তভোগি শিশুটি বাড়িতে এসে কান্নাকাটির এক পর্যায়ে বলাৎকারের বিষয়টি মা-বাবাকে বলে। ছেলেটির বাবা এ ব্যাপারে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিন রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম করমজার সাগর আহম্মেদ কৃর্তৃক শিশুকে বলাৎকারের মামলায় শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ