সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আটঘরিয়া প্রতিনিধি : “সোনার আঁশে সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারন করে পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনবাপী আটঘরিয়া উপজেলার পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  সকালে আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা পাটচাষি সমিতির সভাপতি আলহাজ মো: খলিলুর রহমান। 

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ। 

বক্তব্য রাখেন মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর পাবনার মো: হাজ্জাজুর রহমান,  জেলা পাট কর্মকর্তা মামুনুর রশীদ,  বাংলাদেশ কৃষকলীগ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদত  হোসেন, উপসহকারী পাট কর্মকর্তা পারভেজ রানা, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা প্রমুখ।  

উক্ত প্রশিক্ষণে ৫০জন পাট চাষি অংশ গ্রহণ করেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ