উত্তরাঞ্চলের অন্যতম শীত প্রধান এলাকা পাবনার ঈশ্বরদীতে এবার পৌষ মাসের শুরুতেই দাপট দেখাচ্ছে শীত।
গতকাল শুক্রবার পৌষ মাষের প্রথম দিনে ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছর শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার ঈশ্বরদীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, এক দিনের ব্যবধানে ঈশ্বরদীতে তাপমাত্রা কমেছে ২ দশমিক ০৬ ডিগ্রি।
এদিকে ঈশ্বরদীতে উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করেছে। তাপমাত্রা কমার সাথে সাথে শীতের তীব্রতা বেড়েছে। শীতের তীব্রতার কারণে সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগের প্রকোপও বেড়েছে।
প্রতিদিন ঘন কুয়াশার কারনে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সড়ক দুর্ঘটনাও বাড়তির দিকে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীসহ উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। চলতি মাসে তাপমাত্রা আরো কমবে এবং এ মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের মাত্রা আরো বাড়বে।
0 মন্তব্যসমূহ