আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেয়ার আশ্বাসে অসহায় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে আটঘরিয়া উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব এর বিরুদ্ধে।
হাবিবুর রহমান হাবিব উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভুক্তভোগী ব্যক্তি একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন বছর আগে আটঘরিয়া উপজেলার কদমডাঙ্গা গ্রামের আকাত উল্লাহ আকাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সরকারী বিল্ডিং ঘর (জমি আছে ঘর নেই) প্রকল্প হতে ঘর পাইয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা নেয় তার প্রতিবেশী উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।
দীর্ঘ ৩ বছর অতিবাহিত হওয়ার পরও ঘর না পাওয়ায় টাকা ফেরত চাইতে যায় আকাই। কিন্তু টাকা ফেরত চাইতে গেলে তাকে নানা রকম হুমকি ধামকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আকাই জানান, আমি খুব গরিব মানুষ। দিন আনি দিন খাই। হঠাৎ একদিন আমার প্রতিবেশী যুবলীগ নেতা হাবিব আমাকে বলল কাকা সরকারি ঘর আয়ছে একটা ঘর নিয়ে দেই।
তখন আমি বললাম দিলে তো ভালোই হয় আমারও ঘর নাই গরিব মানুষ। তখন হাবিব বলে ঘর পাইতে গেলে টাকা লাগবে। আমি বলি কত টাকা, তখন সে বলে ৬০ হাজার টাকা লাগবে। ঘর পাওয়ার আশায় আমি সমিতি থেকে কিস্তি তুলে সেই টাকা দেই। কিন্তু এখন পর্যন্ত আমি ঘর পাইলাম না। আবার টাকা চাইতে গেলে টাকাও দেয় না ।সে আমার সাথে প্রতারণা করেছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগতভাবে পাবনায় এসে দেখা করার কথা বলেন। তারপরে বিস্তারিত বলবে বলে জানান।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গফফার জানান, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমাদের যুবলীগে কোন চাঁদাবাজি দুর্নীতিবাজের ঠাঁই নাই। যুবলীগ নেতা হাবিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সাথে কথা বলে বহিষ্কার করব।
এ ব্যাপারে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগটি এখনো আমি হাতে পাই নাই। অভিযোগটি পেলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্যসমূহ