মাসুদ রানা, আটঘরিয়া, পাবনা : জ্যোতি প্রামানিক। বয়স ৫০ উর্ধেব। গ্রাম মতিঝিল। চার ছেলে, এক মেয়ে। পিতা-মৃত জব্বার প্রামানিক। গ্রামে গ্রামে চুল দাড়ি কেটে তার সংসার চালান তিনি।
এক সময় গ্রামের হাটে গাছের ছায়ায় বসিয়ে চুল দাঁড়ি কাটার কাজ করতেন নাপিত বা নরসুন্দর। তখন শুধু ধানের বিনিময় চুল-দাড়ি কেটে দিতেন তারা।
নাপিতরা একটি কাঠের বাক্সে তাদের যন্ত্রপাতি রাখতেন। যার মধ্যে ক্ষুর, কাঁচি, চিরুনি, সাবান, ফিটকারি, পাউডার ও লোশন থাকতো।
এগুলো দিয়ে মানুষকে সুন্দর করার কাজ করতেন তারা। বসাতেন জল চৌকি কিংবা পিঁড়িতে। গলায় সাদা কাপড় পেঁচিয়ে মাথাকে দুই হাঁটুর মাঝে ঢুকিয়ে পিতলের চিরুনি আর কাঁচি দিয়ে কচ কচ করে কাটতেন চুল। মোটা চুলের ব্রাশে লোশন মেখে ফেনা তুলে পাতি ক্ষুর দিয়ে করা হতো সেভ। এভাবে পিঁড়িতে বসিয়ে গ্রামবাংলার মানুষের চুল-দাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না।
নব্বই দশকেও তাদের দেখা যেত। এখন আর সহসা সেই নাপিতদের দেখা মিলে না। সভ্যতার বির্বতনে মানব জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন, লেগেছে নতুনত্বের ছোঁয়া। জেন্স পার্লারগুলোতে বাহারি রংঙের হেয়ার স্টাইলের ভিড়ে হারিয়ে যেতে বসেছে হাট- বাজারে পিঁড়িতে বসা ‘হাঁটুর সেলুন’। এখন আর সর্বত্র এই সেলুনের দেখা পাওয়া যায় না।
তবে হাঁটুর সেলুনের দেখা পাওয়া গেছে পাবনা জেলার আটঘরিয়া বাজারের পূর্বপাশে মেহগনি বাগানে।
সেখানকার নরসুন্দর জ্যোতি প্রামানিক বলেন, ‘৩৪বছর ধরে এই পেশায় আছি। বাপ দাদার রেখে যাওয়া আদি পেশা তাই ধরে রেখেছি। এখন আর কাজে মজা নেই। এক সময় গ্রামে আমাদের হাওন ছিল। বছর শেষে হাওন থেকে দেড়-দুইশ মণ ধান পেতাম।
তরি-তরকারি খুব একটা কিনা লাগতনা। ওই দিনগুলোই ভালো ছিল। এখন দিন শেষে শ'খানেক টাকা কাজ করতে পারি। আমার কাছে যারা আসেন তাদের বেশির ভাগই বয়স ষাটের ঊর্ধ্বে।’
তিনি আরও বলেন, ‘আগে সাপ্তাহিক বাজার ছাড়াও সারা বছর মানুষ আমাদের বাড়িতে এসে বাবার কাছে পিঁড়িতে বসে চুল কাটাতো। চুলের কি স্টাইল হবে তা মুরুব্বিরা ঠিক করে দিতো। অনেকে এসে বলতেন মাথা একেবারে মুন্ড করে দিবা। মুন্ড মানে চার দিক একরকম ছোট হবে। চুল হাতে ধরা যাবে না। কারো চুল সামনে দিয়ে একটু বড় হলে মুরুব্বিরা আবার কান ধরে নিয়ে আসতেন। এক সঙ্গে চার-পাঁচজন মানুষ আসতেন, তখন অনেক জাঁকজমক ছিল। বেশি লোক জমায়েত হয়ে গেলে বাবা হুক্কায় ধরিয়ে দিতেন।
সিরিয়াল পাওয়ার জন্য গাছতলায় বসে হুক্কা টানতেন। হাট-বাজারে দু’একজন পাওয়া গেলেও কাজের খড়ায় ভুগছেন তারা। তাই অনেক শীল পেশা বদলীয়ে অন্য পেশায় চলে যাচ্ছে। এক সময় শুধু শীলরা এ কাজ করতেন। বর্তমানে চন্ডাল, মালি, ধোপাসহ অন্যান্যরাও এ পেশায় প্রবেশ করেছে।
সেলুনগুলো উন্নত ডেকোরেশন আর বাহারি রঙের সাজ সরাঞ্জামে সাজানো হয়েছে। এতে অনেক রকম হেয়ার স্টাইল ঝুলানো থাকে। কিছু স্টাইল হয় সেলিব্রেটি, নায়ক, গায়ক, খেলোয়ার, ইউটিউবার, ডিজে, টিকটক নামে। ওই স্টাইল দেখে কাটা হয় চুল।
কমেছে হাট-বাজারে বট বৃক্ষের শীতল ছায়ার নিচে কিংবা প্রখর রোদ্রে লোহার উঁচু শিখে টানানো ছাতায় ঘেরা পিঁড়িতে বসা সেলুন। কিন্তু সময়ের সাথে সেলুন পেশার চাকচিক্য ও কদর বেড়েছে। বেড়েছে আয়।
0 মন্তব্যসমূহ