সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীত


ফয়সাল মাহমুদ পল্লব: উত্তরের শহর পাবনাতে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলছে আবহাওয়া অধিদফতর।


তাপমাত্রার তুলনা করে দেখা যায়, গত ৫ ডিসেম্বর পাবনার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ১২ ডিসেম্বর রাতে ৪ ডিগ্রি কমে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।  


এ হিসেবে সপ্তাহ ব্যবধানে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে।


আগামি ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


বাংলাদেশের আবহাওয়ার রীতি অনুসারে ডিসেম্বর মাসে তাপমাত্রা কমতে শুরু করে। ক্রমান্বয়ে তা কমে আসতে থাকবে। তবে চলতি মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ