দুনিয়া জুড়ে বিশ্বকাপ ফুটবলের ধামাকা বাজছে। আজ ফাইনাল খেলা। তাই আর্জেন্টিনা ও ফ্রান্স ভক্ত ও সমর্থকদের অধিক আগ্রহ। পাবনায় পছন্দের দলকে সমর্থক দিতে কতই না কিছু করছে আর্জেন্টিনার সমর্থকেরা।
এর আগে ৬০০ ফুট দৈঘ্যের বিশাল পতাকা বানিয়ে তাক লাগিয়েছে পাবনা। আজ পাবনায় শিশু-কিশোর, যুবক ও অন্যান্য বয়সের মানুষসহ প্রায় ৫ হাজার আর্জেন্টিনার সমর্থকরা বের করে এক আনন্দ র্যালী।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটে পাবনা আর্জেন্টাইন ফ্যান ক্লাবের আয়োজেন শহরের এডওয়ার্ড কলেজ মাঠ থেকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা, প্লাকার্ড ও দুইটা হাতি এবং বাদ্য বাজনা সাথে নিয়ে পুরো শহর ঘুড়ে আনন্দ র্যালি করেছে ভক্ত ও সমর্থকেরা।
এই আন্দন র্যালিতে প্রায় ৫ হাজার আর্জেন্টিনার ভক্ত ও সমর্থক অংশ গ্রহন করে র্যালিটি আরও উজ্জিবিত করে
আর্জেন্টিনা ভক্তদের ২টা হাতিসহ মোটরসাইকেল শোভাযাত্রাকে ও এই ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আর্জেন্টিনার সমর্থকদের শুভ কামনা জানিয়েছে ব্রাজিলের সমর্থকরাও।
0 মন্তব্যসমূহ