পাবনা প্রতিনিধি : আজ ১২ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাবনার একই পরিবারের ৪ ভাই সহ ৫ জনের মৃত্যু দিবস।
এরা হলেন পাবনা শহরের সাধুপাড়ার মোশারোফ হোসেন রঞ্জু, মোস্তাক হোসেন অঞ্জু, মোকাররম হোসেন মুকুল, মনসুর হোসেন মঞ্জু ও তাদের ভগ্নিপতি ইউসুফ আলী।
১৯৭১ সালের ১২ ডিসেম্বর এই দিনে পাক সেনারা তাদের ধরে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে বলে জানা যায়। তবে শহীদ ৫ জনের কোন লাশই পাওয়া যায়নি।
শহীদদের আত্মীয় স্বজন জানান, পাবনার একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে সবার শ্রদ্ধেয় মোতাহার হোসেন মাষ্টারের সব ছেলে মেয়েই ছিলেন অত্যন্ত মেধাবী।
মুক্তিযুদ্ধে যাওয়ার আগে মোশারোফ হোসেন রঞ্জু ছিলেন এডওয়ার্ড কলেজের মাষ্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র, মোস্তাক হোসেন অঞ্জু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্সের ছাত্র, মোকাররম হোসেন মুকুল ছিলেন পাবনা জেলা বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী, মনসুর হোসেন মঞ্জু ছিলেন পানি ও বিদ্যুত উন্নয়ন বোর্ড (ওয়াপদা) এর হিসাব রক্ষণ অফিসার এবং তাদের ভগ্নিপতি ইউসুফ আলী ছিলেন ষ্টেট ব্যাংক অব পাকিস্তানের কর্মকর্তা।
সবার বড় ভাই ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন ৭ নং সেক্টরের কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৭১ সালে তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন। অনেক দু:খ, অনেক কষ্ট ও অনেক বেদনা বুকে নিয়ে মহান মুক্তিযুদ্ধে ৪ ছেলে ও এক জামাতা হারানো শহীদ মাতা রোকেয়া খাতুন ৮৩ বছর বয়সে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।
0 মন্তব্যসমূহ