পাবনা প্রতিনিধি : দেশব্যাপী বিএনপির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে দুই ঘণ্টাব্যাপী এই গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এদিন বেলা ১১টার দিকে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী গণজমায়েতে অংশগ্রহণ করেন।
পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে একটি মিছিল আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী মোড় প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সমাবেশে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। এজন্য আমাদের রাজপথে অবস্থান গ্রহণ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন।
0 মন্তব্যসমূহ