সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু


বন্ধুদের নিয়ে পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ি এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪নং গেট সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের স্বপন হোসেনের ছেলে এবং চররূপপুর বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, নিহত সাব্বির পাকশীর চররূপপুর জিগাতলায় তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। মঙ্গলবার সে ও তার বন্ধুরা নদীতে গোসল করতে আসে। প্রবল স্রোতে সাঁতার না জানায় সে ডুবে যায়, এ সময় তার দুই বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তারাও ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সাব্বিরের লাশ উদ্ধার করতে সক্ষম হন তারা।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ