পাবনার চাটমোহরে মহিলা দলের বিলুপ্ত কমিটির দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলা মহিলা দল (বিলুপ্ত) কমিটির সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)।
চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, পাবনা ম্যাজিস্ট্রেট আদালতের চাটমোহর থানার একটি মামলায় তাদেরকে গ্রেফতারের আদেশ ছিলো। দীর্ঘদিন পলাতক থাকায় বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৌর এলাকার মধ্য শালিখা ও বালুচর মহল্লায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে দুজনকেই আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে চাটমোহর পৌরসদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা বিএনপির একটি কর্মসূচিতে যোগ দিতে যান। সেই সময় পূর্বের বিরোধের জের ধরে বুড়ি সরকার ও রহিমা রেজা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রহিমা রেজা সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে গত ১ সেপ্টেম্বর তাকে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

0 মন্তব্যসমূহ