পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধুলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি।
পরে স্থানীয়রা ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় ।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি মনজুরুল আালম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং এবং চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

0 মন্তব্যসমূহ