পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিএনপির মামলায় প্রধান আসামি করা হয়েছে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে। দুই দল পাল্টাপাল্টি বিক্ষোভও করেছে।
গতকাল সন্ধ্যায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেন। বিএনপির পক্ষ থেকে করা মামলায় ৩২ জনের নাম উল্লেখ এবং ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলীম মামলাটি করেন।
অন্যদিকে, জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামের করা মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড়শ থেকে ২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জামায়াতের প্রার্থীকে আসামি করার প্রতিবাদে ঈশ্বরদীতে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। শহরের রেলগেট থেকে মিছিলটি শুরু হয়ে আলহাজ্ব মোড়ে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, সন্ধ্যায় উপজেলার সলিপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর মোড়ে বিএনপি আয়োজিত কর্মিসভা হয়। এই সভা শেষে জামায়াত নেতা আবু তালেব মণ্ডলসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

0 মন্তব্যসমূহ