মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আজ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কয়েকশত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের বীরোচিত বিজয়ের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা দিয়েছিল, তার ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅ্যুত্থান আমাদের সকলকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে পুনরায় শপথবদ্ধ করেছে।
দিবসের সূচনা হয় ভোরে জেলা পুলিশ প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
আটঘরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা কর্মসুচির মধ্য পালিত হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সুচনা শুরু হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আটঘরিয়া প্রেসক্লাব,বি়ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠন,বেসরকারি প্রতিষ্ঠান
মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুক্তিযুদ্ধে শহীদের আত্নার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া করা হয়। সকল সরকারি /আধাসরকারী / স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় সকাল নয়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, প্যারেড পরিদর্শন ও দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
এর পর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস,স্কাউটস, গালর্স গাইড,কাবদল,স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র/ছাত্রী কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয় উপজেলা মিনি স্টেডিয়ামে। অনুষ্ঠান শেষে ডিসপ্লে প্রদর্শনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশ গ্রহণ সকলকে শান্তা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ই ডিসেম্বর ২০২৫ উদযাপন উপলক্ষে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ