পাবনার হেমায়েতপুর অবস্থিত মানসিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আটকৃতরা হলো কিসমত প্রতাপপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নায়েব আলী (৪০), মৃতরফিজ উদ্দিন এর ছেলে মোকাররম হোসেন (৫৪), আব্দুল বারেকের ছেলে সুজন আলী(৪২) বুদেরহাটের মৃত আজিজুল সরদারের ছেলে রবিউল সরদার (৪২), জালাল মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (২৬), হেমায়েতপুর গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে হাবিব মণ্ডল( ৬৫), হাবিব মন্ডলের ছেলে হেলান মন্ডল (৩২), মৃত তাজুদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫৪), মৃত গোলদার হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪৩)।
রোববার পাবনা জেলা প্রশাসকের নির্দেশক্রমে পাবনার বিভিন্ন হাসপাতালকে দালাল মুক্ত করার নিমিত্তি জেলা এনএসআই ও সহকারি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উল্লেখিত দালালদের আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দূর দূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত দালাল চক্র বিভিন্ন ধরনের হয়রানি মূলক কার্যক্রম করে আসছিল। যার ফলশ্রুতিতে পাবনা মানসিক হাসপাতালে প্রকৃত মানসিক রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
.jpg)
0 মন্তব্যসমূহ