রহমতুল্লা দোলন: গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বিএডিসি ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
বিএডিসি সূত্রে জানা যায়, রাতে হঠাৎ পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সেচ পাম্প এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষী মোঃ সালাম মোল্লাকে বেঁধে তারা পাম্প ঘরের ভেতর আটকে রেখে দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটি থেকে সেচ পাম্পে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।
নিরাপত্তারক্ষী সালাম মোল্লা জানান, প্রায় পুরো রাত বাঁধা অবস্থায় ঘরে পড়ে ছিলো সে। সকালে অফিসের কর্মচারীরা এসে পাম্পঘরের দরজা খোলা না দেখে সন্দেহ করেন। পরে তাকে মুক্ত করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ট্রান্সফরমার চুরি হওয়ায় খামারের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিএডিসি ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের উপ-পরিচালক ড. শামীম আহমেদ বলেন— “আমরা সকাল ৭টার দিকে ঘটনাটি জানতে পারি। তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, আমরা আশা করছি দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন সেচ কার্যক্রম বন্ধ হয়ে পড়লে রবি ফসলের সমস্যা দেখা দিতে পারে।

0 মন্তব্যসমূহ