আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে র্্যালী, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার ৩০ নভেম্বর সকাল ১১টায় খুচরা সার বিক্রেতা উপজেলা এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে র্্যালিটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বহী অফিসারের কার্যালয়ের সামনে এক মানববন্ধন সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না এর কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান মিলন। সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোনা, কোষাধ্যক্ষ আক্তার হোসেন খান, কার্যাকারি সদস্য আরমান হোসেন রিপন, ইসমাইল হোসেন, সানোয়ার হোসেন খান, আব্দুল আলিম রবিউল ইসলাম প্রমুখ।
.jpg)
0 মন্তব্যসমূহ