পাবনায় তৃণমূল বাউল ফকির লালন অনুসারীদের নিয়ে ফকির লালন অনুরাগী সংঘ নামে একটি সংগঠনের আহবয়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাবনা শহরের ঘোড়া স্ট্যান্ড সংস্কৃতি চত্বর মঞ্চে ফকির লালন স্মরণ শীর্ষক আলোচনা ও লালন পদাবলী পরিবেশনের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রস্তাবিত বেসরকারি মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান শিক্ষা অনুরাগী আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহাবুব আলম, সাহিত্য ও বিতর্ক ক্লাব সভাপতি ড. মুনছুর আলম, পাবনা নিউজ ২৪ সম্পাদক খালেদ হোসেন পরাগ, ইছামতী থিয়েটার সভাপতি ভাস্কর চৌধুরী।
সংগঠনটির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন বিন কাশেম এর সভাপতিত্বে ও তমাল তরুর সঞ্চালনায় আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকির লালন অনুরাগী সংঘের আহবায়ক বাংলাদেশ বেতার রাজশাহী নিয়মিত লালন শিল্পী বলাই চন্দ্র কর্মকার, সদস্য সচিব আমান উল্লাহ খাঁন, রবিউল বাউল, ছামাদ ফকির, আলো ফকিরানি, মিলন বাঁশিয়াল, মাছুদ রানা দোতারা, মিন্নুস বাউল, ইজাহার বাউল, গৌড় ঢুলি, সকাল রায়, শোয়েব হোসেন, আকাশ, আশিষ মাহমুদ, রাজীব জোয়ার্দার মাছুদ রানা২, শিশু শিল্পী সামিয়াসহ ফকির লালন অনুরাগী সংঘের সদস্যরা।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন বাংলা সংস্কৃতিতে ফকির লালন এর পদ জীবন, সমাজ ও জাতি গঠনে যুগোপযোগী দর্শন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ফকির লালন এর আধ্যাত্বিক দর্শন গবেষণার মাধ্যমে প্রকাশ পাচ্ছে অসাম্প্রদায়িক চেতনার ধারা তাই মানব জাতির সম্প্রীতি বজায় রাখতে আমাদের লালন দর্শন চর্চাবৃদ্ধি করতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়।

0 মন্তব্যসমূহ