সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ কৃষকের ১৫ লাখ টাকার মালামাল ভূষ্মিভূত

 



আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া নিয়ামতপুর গ্রামের ৩ কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১৫ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। 


ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ এপ্রিল) দিবাগত  রাত সাড়ে ১১ টার দিকে নিয়ামতপুর গ্রামে।


ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন উক্ত গ্রামের নুর হোসেন,  জহুরুল হক ও বায়োজিত। 


এলাকাবাসি ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে,  ঘটনার দিন রাত সাড়ে ১১ টার দিকে মশা তাড়ানোর কোয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটলে বসতবাড়ি পুড়ে চাই হয়ে যায়।


এসময় ঘরে থাকা পেয়াজ রসুন, আসবাপত্র, ২ টি গরু, স্বার্নলংকার, ধান চাল কাপড় চোপর, নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়েছে। 


বাড়ির মালিক জহুরুল হক জানান, আমার দুই টি গরু পড়ে মারা গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও পেয়াজ ৩০ মন, রসুন ২০ মন। নুর হোসেন জানান, আমার ৪০ মন, রসুন ১০ মনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ