সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমের মুকুল ও ফসলের ব্যাপক ক্ষতি

  

ফাইল-ছবি

আটঘরিয়া প্রতিনিধি: পাবনা জেলায় আকস্মিক শিলাবৃষ্টির কারণে ফসল ও আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার (২৫ মার্চ) রাতে জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ দমকা হাওয়া শুরু হয়। বৃষ্টি চলে থেমে থেমে। জেলা সদরসহ বেশ কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ ব্যাপক শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। 


আটঘরিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের ঘরবাড়ী লন্ড ভন্ড, ফসলের ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। সম্প্রতি শিলাবৃষ্টিতে এই অবস্থা হয়েছে আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর নছিরামপুর সহ আশপাশের এলাকায়। 


সোমবার রাতে হঠাৎ করে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।


শিলা-বৃষ্টিতে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলার নছিরামপুর, রামেশ্বরপুর, মাজপাড়া, কচুয়াসহ বিভিন্ন গ্রামে ফসলের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। 


এবার বেশ ভালো মুকুল এসেছিলো। শিলাবৃষ্টি ও ঝড়ে মুকুলের ক্ষতি হলো। তবে শিলাবৃষ্টিটা একটু অস্বাভাবিক ছিলো। প্রচুর শিলা পেড়েছে। এতে বাগানের আমের মুকুলের ও বাগানের ক্ষতি হয়েছে বলছিলেন সদর উপজেলার সংকরপুরের কৃষক ছবেদ আলী। 


এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার শতাধিক বসত বাড়ির টিন ছিদ্র হয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। আরও ক্ষতি হয়েছে গাছ পালার। কোথাও কোথাও গাছ উপড়ে রাস্তায় প্রতিবন্ধকতার খবর পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


মাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া বলেন, এ এলাকায় হঠাৎ করে রাতে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধন হয়েছে। এছাড়া অনেক বসত বাড়ি ও গাছপালা নষ্ট হয়ে গেছে।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, আটঘরিয়া  উপজেলায় করলা, ভুট্টা, কলাগাছসহ ১২ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। 


ঝড় ও শিলাবৃষ্টির কারণে আম, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে। তবে আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কাটামাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ