সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় পিবিআই‘র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


 পাবনায় পিবিআই‘র উদ্যোগে প্রেসরিলিজ তৈরির গাইডলাইন, ভিডিও দৃশ্য ধারন ও ভিডিও সম্পাদনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


পাবনা অফিস : পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) পাবনা কার্যালয়ের উদ্যোগে রোববার পিবিআই কর্মকতার্দের প্রেসরিলিজ তৈরির গাইডলাইন, ভিডিও দৃশ্য ধারন ও ভিডিও সম্পাদনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।


পিবিআই পুলিশ সুপার মো: ফজলে এলাহীর সভাপতিত্বে এ কর্মশালায় ভিডিও সম্পাদনা নিয়ে আলোচনা করেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। এ সময় বক্তব্য রাখেন, পিবিআই পরিদর্শস মো. আসাদুজজ্জামান ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম প্রমুখ।


কর্মশালায় প্রেস রিলিজ লেখা ও প্রেস রিলিজের ছবি ও ভিডিও দৃশ্য ধারন,  এডিটিংএর  লেখার কলা কৌশল নিয়ে আলোচনা করা হয়। পিবিআইয়ের ২০ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ