রবিউল রনি: পাবনায় ফারুক ডেইরী ও আল হায়াত এগ্রো লিমিটেডের স্বল্প মুল্যে দুধ ডিম ও ঘি বিক্রির কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন পাবনা- ৫ এর সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের সার্বিক সহযোগিতায় ফারুক ডেইরী পাবনা সেবা হাসপাতালের সামনে এবং পাবনা লাইব্রেরি বাজারে আল হায়াত এগ্রো লিমিটেডের দুটি বিক্রয় কেন্দ্রে কম দামে দুধ, ডিম ও ঘি বিক্রয় কার্যক্রম চলবে।
জেলা প্রাণিসম্পদ অধিদফতরের সার্বিক সহযোগিতায় পবিত্র রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালু থাকবে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল দশটায় পাবনার লাইব্রেরী বাজারে ফিতা কেটে ও সাধারণ মানুষের হাতে পন্য তুলে দিয়ে এই কাজের শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদির, আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আকলিমা খাতুন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হায়াত উল্লাহ মল্লিক, আল হায়াত এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মাসুদা পারভিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পাবনা সেবা হাসপাতালের পাশে ও পাবনার লাইব্রেরী বাজার মোড়ের ২টি বিক্রয় কেন্দ্র থেকে প্রতি লিটার দুধ ৬০ টাকা, প্রতি হালি ডিম ৩৬ টাকা ও প্রতি কেজি ঘি ১০০০ টাকায় বিক্রয় করা হবে।
তবে একজন দুই লিটার দুধ ও চার হালি ডিমের বেশি কিনতে পারবেন না।
উদ্বোধনের দিনে কম দামে পুষ্টিকর খাদ্য দুধ ডিম ও ঘি পেয়ে আনন্দিত ক্রেতারা।
.jpg)
0 মন্তব্যসমূহ