সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


 পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন শানু (৩৯) নামের এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


শামীম উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দেওয়ানপাড়া এলাকার আবুল মুন্সির ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।


স্থানীয়রা জানান, কালিকাপুর একটি পুকুর সংস্কারের কাজ করছিলেন শামীম হোসেন। খননের সময় পুকুরে পানি উঠে যাওয়ায় সেচের জন্য ইলেকট্রিক পাম্প লাগানো হয়। পাম্পে হঠাৎ ক্রুটি দেখা দেওয়ায় তিনি পাম্পের কাছে এসে তারে হাত দেন। তার ছিদ্র থাকায় শামীম এতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ