সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় আগুনে ৬ টি দোকান ভস্মিভূত, ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুর!





মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর বাজারে ভয়াবহ অগিকান্ডে ৬টি দোকানঘর পুড়ে গেছে। এদিকে ফায়ায় সার্ভিসের কর্মরত এক ব্যক্তিকে লাঞ্চিতসহ ফায়ার সার্ভিসের (পাবনা শ-১১-০০৩২) গাড়িটি ভাংচুরের ঘটনাও ঘটেছে।


প্রত্যাক্ষদর্শিরা জানান, রোববার (১০ মার্চ) রাত সোয়া ১০ টায় সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর বাজারের দোকান ঘরে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। 


ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কিছু উত্তেজিত জনগন ফায়ার সার্ভিসে কর্মরত এক ব্যক্তিকে লাঞ্চিতসহ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করে। অবশ্য তৎক্ষণে ৬ টি দোকানঘরসহ রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। 


ক্ষতিগ্রস্ত সার, বিষের দোকানদার মাসুদ  জানান, তার দোকানঘরে রক্ষিত মালামাল ও নগদ টাকাসহ প্রায় সাড়ে ৪৫ লাখ টাকার মালামাল ছিলো। অপর সার, বিষের দোকানদার মানিক জানান, তার প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। ঘরের কোন মালামাল উদ্ধার করতে পারেননি। এখন তারা সর্বস্বাস্ত হয়ে গেছেন বলে জানান। 


এলাকাবাসি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগিকান্ডের  সূত্রপাত হতে পারে। এ ব্যাপারে সাঁথিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্ঘ্য দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের কর্মরত ব্যক্তিকে লাঞ্চিতসহ ফায়ার সার্ভিসের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। তদন্ত করে অগিকান্ডের সূত্রপাত জানানো যাবে। 


তিনি আরও বলেন, বাজারে যে সকল দোকান রয়েছে সেখানে অগ্নিকান্ড নিয়ন্ত্রণের  কোন ব্যবস্থা না থাকায় এ ধরণের ঘটনা ঘটতেই পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ