পাবনার সাবেক চরমপন্থি সদস্য আব্দুর রাজ্জাককে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত পৌণে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসমত পাবনা সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের মোঃ খালেক প্রামাণিকের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে গত ১৯ মার্চ ভোররাতে এ হত্যাকান্ডে জড়িত পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুর রহিম প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম ওরফে কাটা রফিক (৩৮) ও একই উপজেলার বাবুলচড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে সোহলে রানা (৩২) কে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকা থেকে হাসমতকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, রোববার (১৭ মার্চ) রাত সাড়ে দশটার দিকে পাবনা সদর উপজেলার মানিকনগর বাজারে চায়ের দোকানে বসেছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় মোটরসাইকেলযোগে মুখোশধারী যুবক আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
এতে রাজ্জাকের পিঠের ডান দিকে এবং ডানহাতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত রাজ্জাককে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে অন্যান্য চরমপন্থির সাথে আত্মসমর্পণ করেছিলেন রাজ্জাক।

0 মন্তব্যসমূহ