সর্বশেষ

6/recent/ticker-posts

ইভটিজিংয়ের প্রতিবাদ করায়, চাটমোহরে বখাটেদের ক্ষুরের আঘাতে স্কুলছাত্র আহত

 


পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আশিকুর রহমান নামের এক স্কুলছাত্রকে ক্ষুরের (ব্লেড) আঘাতে আহত করেছে বহিরাগত বখাটেরা। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে সেন্ট রীটাস্ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।


আশিকুর রহমান (১৫) ওই উপজেলার মথুরাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও সেন্ট রীটাস্ স্কুলের দশম শ্রেণির ছাত্র।


এ ঘটনায় পুলিশ ৩ বখাটেকে আটক করেছে। আটকরা হলো- হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন হোসেন, তানজিল হোসেনের ছেলে এনামুল হক ও আজিজুল হকের ছেলে আশিকুর রহমান।


জানা গেছে, মঙ্গলবার স্কুল ছুটির পর সেন্ট রীটাস্ স্কুলের সামনে ওই তিনজনসহ বেশ কয়েকজন বখাটে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এ সময় আশিকুরসহ অন্যরা প্রতিবাদ করলে সেদিন তাদের শাসিয়ে চলে যায় বখাটেরা। 

বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর অভিযুক্ত শাওনসহ বেশ কয়েকজন বখাটে স্কুল গেটের সামনে আশিককে এলোপাতাড়ি মারধর করে এবং ক্ষুর (ব্লেড) দিয়ে পিঠে ও বাম হাতে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় আশিক। 


পরে অন্য ছাত্ররা এসে তিনজনকে আটক করে পুলিশে দেয় এবং আহত আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় আহত আশিক।


চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, ইভটিজিং করার প্রতিবাদ করায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি। তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ