মাসুদ রানা: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামানিক শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় পাবনা সদর হাসপাতালে-চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০ টায় শ্রীকান্তপুর, রামনগর ও কর্ন্দপপুর কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার দাফন সম্পন্ন হয়।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম এর উপস্থিতিতে ওসি হাদিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এসময় আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মাও. জহুরুল ইসলাম খানসহ বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজা নামাজে উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ