মোঃ নূরুল ইসলাম, চাটমোহর, পাবনা : পাবনার চাটমোহরে সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জ্বালানি তেল ব্যবসায়িকে জরিমানা করেছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পৌর সদর ও হরিপুর ইউনিয়ন এ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদ আইন ২০১৮ এর ৩২(১) ৪৮ ধারা অনুযায়ী পৌর সদরের নতুন বাজার এলাকার মকবুল মেশিনারিজের মালিক রিপন হোসেনকে ১০ হাজার টাকা, তমা টেডার্সের মালিক জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও হরিপুর ইউনিয়ন মা বাবার দোয়া মেশিনারিজ মালিক ইবাদুল ইসলাম কে ২ হাজার টাকা। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী অঞ্চলের পরিদর্শক উৎপল কুমার সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, ওজন ও পরিমাপ মানদ আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ