বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় সরকার বেকারীকে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৪ আগস্ট) বিকালের দিকে পৌরসদরের উত্তর সারুটিয়া মহল্লায় সরকার বেকারীকে সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজি এ আদেশ দেন। এ সময় স্যানেটারী ইন্সেপেক্টর মো. নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের কর্মকর্তা ও সরকার বেকারীর সত্বাধিকারী শাহীন উপস্থিত ছিলেন।
জানা গেছে, উত্তর সারুটিয়া মহল্লার সরকার বেকারী দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণসহ বাজার জাত করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজি পরিদর্শন শেষে উক্ত ঘটনার সত্যতা পান এবং তিনি ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাসমীয়া আক্তার বলেন, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ মোতাবেক ১৫ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
0 মন্তব্যসমূহ