আটঘরিয়া প্রতিনিধি: ৯ আগষ্ট আর্ন্তাতিক আদিবাসী দিবস পালন ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ১৩ আগষ্ট দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির আয়োজনে পাবনা অনন্ত বাজার থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন।
জেলা আদিবাসী পরিষদ কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স এর সভাপতিত্বে এসময় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক নরেন চন্দ্র পাহান, ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি নকুল পাহান,
নাটোর আদিবাসি যুব পরিষদের সভাপতি পরিতোষ মুন্ডা, নাটোর জাতীয় আদিবাসি পরিষদের সভাপতি রঘুনাথ এক্কা, জেলা আদিবাসি কমিটির সাধারন সম্পাদক চন্ডী কুমার বাগদী,
আটঘরিয়া উপজেলা আদিবাসি পরিষদ কমিটির সভাপতি নিখিল চন্দ্র বাগদী, সাধারন সম্পাদক অরুণ চন্দ্র ভূইমালি, ঈশ্বরদী উপজেলা আদিবাসি পরিষদের সভাপতি মদন চন্দ্র সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাদ পড়া আদিবাসি জাতিগোষ্ঠীকে গেজেট অর্ন্তভুক্ত করতে হবে, সরকারি চাকরিতে আদিবাসিদের কোটা নিশ্চিতকরণ এবং উচ্চ শিক্ষায় আদিবাসিদের কোটা বাস্তবায়ন করতে হবে,
গাইবান্ধা জেলা সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাওতাল হত্যার বিচার, সমতাল আদিবাসিদের জন্য সংসদে সংরক্ষিত আসন বরাদ্দ, সারা দেশে আদিবাসিদের উপর নির্যাতন হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল,
মিথ্যা মামলা, লুটপাট, পুলিশি হয়রানি, আদিবাসিদের উন্নয়নের নামে বরাদ্দকৃত অর্থ আত্নসাত, ভূমি অফিসের ঘুষ দূর্ণীতি বন্ধের দাবি জানান।
0 মন্তব্যসমূহ