সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় নকল সিমেন্ট কারখানা সিলগালা

  


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে একটি নকল সিমেন্ট কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে বালি, মাটি, সিমেন্ট ও কেমিক্যাল মিশিয়ে নকল সিমেন্ট তৈরি করা হতো। এছাড়া বেস্ট এগ্রো ফুডস অ্যান্ড কমজ্যুমার কারখানায় অভিযান পরিচালনা করা হয়।


বুধবার দুপুর পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে ওই নকল সিমেন্ট কারখানা এবং সাঁকের গাড়ি বেস্ট ইন এগ্রো ফুডস অ্যান্ড কমজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।


রাইস মিলের একটি চাতাল ভাড়া নিয়ে অবৈধভাবে বালি, মাটি, সিমেন্ট ও কেমিক্যাল মিশিয়ে নকল সিমেন্ট তৈরির অপরাধে কারখানাটি সিলগালা করা হয়।


জানা যায়, দেশের প্রিমিয়াম সিমেন্ট মিশিয়ে অবৈধ কারখানা মালিক সাখাওয়াত দীর্ঘ দিন ধরে সুপারসিম ওয়াল স্ট্রং, সুপার প্লাস্টার, রেডি মিক্সড প্লাস্টারসহ বিভিন্ন নাম দিয়ে ওই সব সিমেন্ট বাজারজাত করে আসছিলেন।


অপরদিকে বেস্ট এগ্রো ফুডস অ্যান্ড কমজুমার কারখানায় অবৈধভাবে বেস্ট ইন সরিষার তেল, সুপার নাইট জাম্বো মশার কয়েল, ফ্লোর টাইলস ক্লিনার, বেস্ট আটা, মাজনসহ বিভিন্ন অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিক শামসুল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়।


এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা শাখার অফিস সহকারী হোসনে আরাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ইউনিয়ন পরিষদ থেকে কোনো ট্রেড লাইসেন্স না নিয়ে ওই কারখানা মালিক শাখাওয়াত অবৈধভাবে সিমেন্ট প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। অপরদিকে বেস্ট ইন ফুডস অ্যান্ড কনজ্যুমার কারখানাটি পাঁচটি পণ্যের অনুমোদন নিয়ে ১০টির বেশি পণ্য উৎপাদন করে আসছিল।


ভোক্তা অধিকারের কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে আইনানুযায়ী অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ