সর্বশেষ

6/recent/ticker-posts

শাসক নয়; জনগনের সেবক হয়ে কাজ করতে চাই- পাবনার নতুন ডিসি



বার্তা সংস্থা পিপ, পাবনা : ‘শাসক নয়, জনগনের সেবক হয়ে মিলে মিশে কাজ করতে চাই’; এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি’। আমাকে স্যার বা জনাব অথবা ভাই আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন আমাকে সেভাবে সম্বোধন করলেই আমি খুশি। আসল কথা আমরা সবাই মিলে মানুষের জন্য কাজ করবো’। 


সোমবার (২৪ জুলাই) দুপুরে পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় নতুন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান এ কথা বলেন। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। 


পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি অধ্যাপক রুমি খন্দকার, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক ড. নরেশ মধু, আব্দুল হামিদ খান, এস এম মাহবুব আলম, মোস্তাফিজুর রহমান রাসেল, শাহিন রহমান, আবু হাসনা মুহম্মদ আইয়ুব, মাহফুজ আলম প্রমুখ। 



এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহম্মেদ। 


মতবিনিময়সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করার ক্ষেত্রে নানা চিত্র তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন নবাগত জেলা প্রশাসক। 


উল্লেখ্য, গত ৬ জুলাই ঢাকাসহ দেশের ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রদবদল করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামানকে পাবনা জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়। 


গত ২০ জুলাই পাবনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মু. আসাদুজ্জামান। এই প্রথম তিনি পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করলেন। তিনি সাবেক জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ