গ্রেপ্তার আলী শারাফী। ফাইল ছবি |
পাবনার চাটমোহর উপজেলায় অপহৃত মাহিম হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে আলী শারাফী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
মাহিম উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে। সে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গ্রেপ্তার আলী শারাফী উপজেলার নিমাইচড়া ইউনিয়নের করকোলা গ্রামের রবিউল করিমের ছেলে। এ ঘটনায় স্কুলছাত্রের মা মাবিয়া খাতুন বাদি হয়ে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আলী ফুফু মারিয়া খাতুনের বাড়িতে বেড়াতে যান। ফুফাতো ভাই মাহিমকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে ফুফার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে ফুফাতো ভাইকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
অভিযুক্ত আলীর বিকাশ নাম্বারে ৫ হাজার টাকা পাঠান ফুফা নাজমুল হোসেন। তবে আরও ৪০ হাজার টাকা দাবি করে বারবার কল দিতে থাকে আলী। টাকা না দিলে মাহিমের মরদেহ পাঠানো হবে বলে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে রাতেই মাহিমের বাবা বিষয়টি পুলিশকে জানান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বিষয়টি শোনার পরেই উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
0 মন্তব্যসমূহ