সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় বিক্ষোভ শেষে ফেরার পথে জামায়াতের ৫ কর্মী আটক


 পাবনায় বিক্ষোভ মিছিল শেষে জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- চাটমোহরের কদমতলী উত্তরপাড়া গ্রামের আলাপ উদ্দিন ছেলে ওয়াসিম মিয়া (২৮), কুষ্টিয়ার কুমারখালির চরসাদিপুর গ্রামের মন্টু মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন (২২), পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সামাদ মোল্লার ছেলে আসলাম মোল্লা (৪২), দিলালপুর মহল্লার কাজী মাওলানা আব্দুল আজিজের ছেলে ছিবগাতুল্লা (২৭) ও চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল কাদের ছেলে রতন আলী (২৭)।


এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমিরসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত। পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয় মিছিলটি। পৌরশহর অভিমুখে রওনা হলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় উত্তেজনা দেখা দেয়। পরে জামায়াত নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল পুনরায় বাস টার্মিনালের শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে পাবনা জেলা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির আবু তালেব মন্ডল, জামায়াতের জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন, নায়েবে আমির জহুরুল ইসলাম খান, পৌর আমির আব্দুর রকিব, সদর আমির আব্দুর রব।


মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি ভাঙচুরের অভিযোগে পাঁচ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জামায়াতের মিছিল শেষে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পাঁচজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসাইন বলেন, পুলিশের অনুমতি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করি। টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব পর্যন্ত বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়। আমরা যথাযথ সময়ে বিক্ষোভ শুরু করলে মাসুম বাজার থেকে পুলিশি বাধার সম্মুখীন হই। মিছিল থেকে ফেরার পথে আমাদের কয়েকজন কর্মীকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ