১২ ফাল্গুন আজ। বসন্তের ১২ দিন অতিবাহিত হচ্ছে। তারপরও সকাল দেখে মনে হতে পারে মাঘের কোনো সকালের কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ভারী কুয়াশা। কচিধানের চারায় জমেছে মুক্তা দানার মতো শিশিরকণা। স্বচ্ছ কুয়াশা দুলছে ঘাসের ডগায়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পাবনার গ্রামগুলোতে দেখা যায় শীত ও কুয়াশা। মাকড়সার জালে পোকা-মাকড় জড়ানোর বদলে জমেছে কুয়াশা। ভোরে পাখিদের কলকাকলিতে মুখরিত চারদিক। গাছে গাছে পাখিদের উড়াওড়ি।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল দিনাজপুরে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ শনিবার চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গতকাল আবহাওয়ার পূর্বাভাস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
0 মন্তব্যসমূহ