গত কয়েকদিন ধরে পাবনাসহ সারা দেশে শৈত্যপ্রবাহ বইছিলো। দিনের বেলায়ও ছিলো ঘন কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছিলো যানবাহন গুলোকে। বিপাকে পড়েছিলেন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবীরা। কনকনে ঠাণ্ডায় জীবন ছিল নাকাল।
গত রবিবার (০৮ জানুয়ারি) সকালে ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে আজ সোমবার (০৯ জানুয়ারি) ভোরে কুয়াশা থাকলেও সকাল থেকে সূর্য উঠায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্র বাড়তে থাকে, ফলে শীতের প্রকোপও কমতে থাকে দ্রুত। এদিন সন্ধ্যার পরেও শীতের তীব্রতা না থাকায় পাবনার জনজীবনে নেমে এসেছে স্বস্তি।
0 মন্তব্যসমূহ